১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হংকংয়ে একাধিক আবাসিক ভবনে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক

বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা
বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা

হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) হংকংয়ের সরকার এ তথ্য জানিয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে, কিছু বাসিন্দা ভবনের ভেতরে আটকা পড়েছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বাণিজ্যিক কেন্দ্র হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সের অন্তত তিনটি আবাসিক ভবনের বাঁশের মাচায় প্রথমে আগুন ধরে যায়। এরপর তা ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। আটটি ব্লক নিয়ে গঠিত ওই কমপ্লেক্সে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে।

সরকারের তথ্য সেবা বিভাগের একজন প্রতিনিধি বলেছেন, অগ্নিকাণ্ডে স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। এছাড়া আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক এবং একজন স্থিতিশীল অবস্থায় রয়েছেন। এদিকে হংকংয়ের স্থানীয় গণমাধ্যম বলছে, নিহতদের মধ্যে একজন দমকলকর্মীও রয়েছেন।

এএফপি বলেছে, অগ্নিকাণ্ডে অন্তত একজন পুরুষ ও একজন নারীকে গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে পুলিশ কিছু বাসিন্দা আটকা পড়ার খবর পেয়েছিল বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

সূত্র: এএফপি

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?