চট্টগ্রামের ফটিকছড়িতে এসেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার লেলাং গ্রামের একটি পারিবারিক অনুষ্ঠানে তিনি আকস্মিক অংশ নেন। এসময় উৎসুখ দর্শক তাকে একজনর দেখার জন্য ভিড় জমান।
আলোচিত এই সাবেক ক্রিকেটার আশরাফুল প্রথমবার বাংলাদেশ জাতীয় দলে কোচিং প্যানেলে যুক্ত হন। ঘরের মাটিতে আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পান সাবেক এই অধিনায়ক। শনিবার চট্টগ্রাম আন্তর্জাতিক এম এ আজিজ ক্রিকেট ষ্টেডিয়ামে সিরিজটি শুরু হবার কথা রয়েছে।
জানতে চাইলে সাবেক এই অধিনায়ক মোহাম্মদ আশরাফ বলেন, ‘এখানে এসে কত দর্শকের আবেগ ভালোবাসার সঙ্গে যুক্ত হলাম। ক্রিকেট নিয়ে অনেক স্বপ্ন আছে আমার। যেহেতু কোচিং পেশায় এসেছি ক্রিকেটের সাথে থাকবো, মাঠে থাকবো কাজ করব। এখন সুযোগ পেয়েছি আমার যে অভিজ্ঞতাটা সেটা শেয়ার করব ক্রিকেটারদের সাথে। আশা করি অবশ্যই ভালো কিছু হবে সামনে।’
জানাগেছে, উপজেলার লেলাং গ্রামের কৃতি সন্তান ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য ইফতেখার উদ্দিন চৌধুরী সাবেক এই আলোচিত ক্রিকেট অধিনায়ক আশরাফুলকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান। সিরিজ শুরুর আগে আশরাফুল চট্টগ্রামে এলে সেই আমন্ত্রণে শুক্রবার সকালে তিনি তাঁর গ্রামের বাড়ি সন্যাসীরহাট এলাকায় চেয়ারম্যান বাড়িতে উপস্থিত হন। দুপুরে স্থানীয় মসজিদে জুমার নামাজ শেষ করে দুপুরে মধ্যাহ্নভোজে অংশ নেন। পরে বিকেলে তিনি লেলাং গ্রামের চৌধুরী প্রজক্টেসহ বিভিন্ন দর্শনীয় এলাকা পরিদর্শন করেন। স্থানীয় দিঘীর পাড় এলাকার একটি মসজিদে আছরের নামাজ শেষে বিকেলে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে ফটিকছড়ি ত্যাগ করেন।
এসময় লেলাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা উপকমিটির সদস্য মো. মোস্তফা কামাল, সাকিল মাহমুদ, শের আলী, ডা. বাবর মোহাম্মদ ও স্থানীয় সংবাদকর্মী মোস্তফা কামরুল উপস্থিত ছিলেন।



