১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্ভোগে স্থানীয়রা

কালভার্ট আছে, নেই সংযোগ সড়ক

ফ.প্র ডেক্স নিউজ

ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তিন ঘরিয়াপাড়া এলাকায় নতুন নির্মিত একটি কালভার্ট সংযোগ সড়ক না থাকায় ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীণ মাটির রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/ কালভার্ট নির্মাণ র্শীষক প্রকল্পের ২৯ লাখ ৯৭ হাজার ৮শ’৬০ টাকা ব্যয়ে ৭.৯৩ মিটার দৈর্ঘ্যের কালভার্টটি নির্মাণ করা হয়। এই প্রকল্পের দ্বিতীয় সংশোধিত রূপের মেয়াদ শেষ হওয়ার পর আরও একটি সংশোধিত প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যার মেয়াদ চলতি বছরের সেপ্টেম্বরে শেষ হয়েছে। তবে ঠিকাদারী প্রতিষ্ঠান সংযোগ সড়ক না করায় এটি এখন সাধারণ মানুষের কোনো কাজে আসছে না।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?