একসময় গ্রামীণ কৃষির অপরিহার্য অংশ ছিল দোলনা সেচনি বা সেঁউতি—ডোবা-নালা থেকে পানি তুলে জমিতে দেওয়ার এক প্রাচীন কৌশল। স্বল্প ব্যয়ে মুড়ি, টিন বা বালতি কেটে চার দড়িতে বাঁধা এই যন্ত্র দু’জন মানুষ মুখোমুখি দাঁড়িয়ে নদী, খাল, বিল বা পুকুর থেকে পানি তুলে জমিতে দিতেন। দুই যুগ আগেও গ্রামাঞ্চলে এ সেচ পদ্ধতি ছিল বেশ প্রচলিত।



