কাল ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের এক আলোচনা সভায় নিজেই দেশে প্রত্যাবর্তনের ঘোষণা দেন। দীর্ঘ ১৭ বছর পর তিনি দেশে ফেরার ঘোষণায় দেশজুড়ে উৎসব শুরু হয়েছে।
তাঁর আগমন ঘিরে দলীয়ভাবে দেশজুড়ে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে। নেতারা বলছেন, কাল বৃহস্পতিবার দিনক্ষণ ঠিক করা আছে। সেদিন সকাল ১১টা নাগাদ তাঁর ঢাকায় পৌঁছার কথা রয়েছে। দীর্ঘদিন পর নেতার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে উৎসব শুরু হয়েছে। বাদ যাচ্ছেনা চট্টগ্রামের ফটিকছড়িও।
তাঁরা দলের শীর্ষ এই নেতাকে দেশের মাটিতে স্বাগত জানাতে নানা প্রস্তুতি শুধু জেলা-উপজেলা আর দলে নয়, জাতীয় পর্যায়েও নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব মো. জহির আজম চৌধুরী বলেন, ‘২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে দেশের মাঠিতে পা রাখবেন প্রিয় নেতা। খবরে দেশজুড়ে উৎসব ছড়িয়ে পড়েছে। তাকে স্বাগত জানাতে নানা প্রস্তুতি শুধু দলে নয়, জাতীয় পর্যায়েও চলছে।’ তিনি বলেন, নেতা-কর্মীদের মুখে এখন একটি স্লোগান; ‘তারেক রহমান বীরের বেশে, আসছে ফিরে নিজের দেশে’।
নাজিরহাট পৌরসভা যুবদলের সদস্য সচিব আরাফাত তুষার বলেন, ‘প্রিয় নেতাকে বর্ণিল শুভেচ্ছা ও স্বাগত জানাতে ইতিমধ্যে ফটিকছড়ি থেকে শতাধিক গাড়ি বহর নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাচ্ছি। নেতার আগমণ ঘিরে পুরোদেশে উৎসবের আমজে সৃষ্টি হয়েছে। উৎসাহ-উদ্দীপনায় আমরা নেতাকে বরণ করবো। আসছে নির্বাচনে নেতার উপস্থিতি আমাদের দারুণ উজ্জীবিত করেছে।’
এক-এগারোর জরুরি সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য তিনি সপরিবার লন্ডনে যান। পরে সেখানে রাজনৈতিক আশ্রয় নেন। প্রায় ১৭ বছর ধরে লন্ডনে আছেন তারেক রহমান।
এর মধ্যে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হলে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর তারেক রহমান প্রায় সব মামলা থেকে অব্যাহতি পান।



