চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের কাদিরাপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নারী ও শিশুসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে ছাই হয়েছে ছয়টি কাঁচা বসতঘর।
বুধবার, ২৪ ডিসেম্বর ভোরে উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া প্রজেক্ট গেট সংলগ্ন কাদেরীয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রুহুল আমিনের স্ত্রী রুমি আক্তার (৫৫) ও তার নাতনি মো. সুমনের শিশুকন্যা জান্নাত আক্তার (৫)। এছাড়া আগুনে ৮টি বসতঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাদের প্রায় অর্ধ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে পোমরা কাদেরীয়া পাড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় আটটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় একটি ঘর থেকে দাদি-নাতনি বের হতে না পারায় তারা আগুনে পুড়ে মারা যান।
ফায়ার সার্ভিস জানায়, ৯৯৯-এ ফোন পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ৮টি ঘর পুড়ে যায় এবং দুজনের মৃত্যু হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি আরমান হোসেন বলেন, প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা। আগুনে পুড়ে দুজনের মৃত্যু হয়েছে। আলোচনা সাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, ‘আগুনে পুড়ে দুজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করা হবে।’



