রামগড়-ফটিকছড়ি সীমান্ত নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রামগড় জোনের ব্যবস্থাপনায় জোন সদরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রামগড় জোন কমান্ডার ও রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম, পিএসসি।
সভায় রামগড় ও ফটিকছড়ির ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি), রামগড় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, হেডম্যান ও কারবারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। এ সময় জোন কমান্ডার সীমান্ত এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় উদ্ভূত যেকোনো পরিস্থিতি দ্রুত বিজিবিকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসী গোষ্ঠীর সহায়তায় অস্ত্র ও মাদক চোরাচালানের আশঙ্কার বিষয়টি তুলে ধরা হয়। এসব অপরাধ প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন জোন কমান্ডার।
তিনি দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত সকল শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল আচরণের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের গুজব প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে অংশগ্রহণ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।



