ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ১৩ প্রার্থী রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন।
এখন পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা প্রার্থীরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সরওয়ার আলমগীর, ছালাউদ্দিন ও কর্ণেল (অব.) আজিমউল্লাহ বাহার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যক্ষ নুরুল আমীন, বাংলাদেশ খেলাফত মজলিশের আশরাফ বিন ইয়াকুব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি’র শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান, ইসলামি আন্দোলন বাংলাদেশের মাওলানা জুলফিকার আলী, বাংলাদেশ সুপ্রিম পার্টি সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি ও মো. ওসমান আলী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’র মো. গিয়াস উদ্দিন, গণঅধিকার পরিষদ’র রবিউল হাসান তানজিম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোলাম নওশের আলী ও এড. জিন্নাত আকতার।
তফসীল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। আপিল ৫ থেকে ৯ জানুয়ারি। নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি ও ভূজপুর নিয়ে গঠিত চট্টগ্রাম-২ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৪৫৩। এরমধ্যে পুরুষ ২ লাখ ২৯ হাজার ২৬২, নারী ২ লাখ ৫৯ হাজার ১৯০ এবং তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।



