নাজিরহাটে বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স ব্র্যান্ড সিঙ্গার–বেকোর এক্সক্লুসিভ ডিলার শপের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে নাজিরহাট ঝংকার মোড়ের পশ্চিম পাশে মেসার্স রফিক এন্টারপ্রাইজের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে শোরুমটির যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাইজভাণ্ডার গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য ও ওমানের ব্যবসায়ী আলহাজ্ব সিরাজুল হক সিআইপি। বিশেষ অতিথি ছিলেন ওমান বিএনপির সহ-সভাপতি মহসিন আলী সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিঙ্গারের এরিয়া ম্যানেজার কে এম মাহবুবুল আলম, বিক্রয় সমন্বয়কারী এমডি কবির হোসাইন, ব্যবসায়ী মোহাম্মদ আইয়ুব এবং ফটিকছড়ি প্রতিদিন’র সম্পাদক এম আক্কাছ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে মেসার্স রফিক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “সিঙ্গার–বেকো একটি বিশ্বমানের ব্র্যান্ড। এর পণ্যের গুণগত মান অত্যন্ত উন্নত, যা ব্যবহারকারীরা ইতোমধ্যেই জানেন। এখন নাজিরহাটবাসীর দোরগোড়ায় সিঙ্গার–বেকোর পণ্য পাওয়া যাবে।”
তিনি আরও জানান, শুভ উদ্বোধন উপলক্ষে শোরুমে গ্রাহকদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
স্থানীয়দের মতে, নাজিরহাটে সিঙ্গার–বেকোর এক্সক্লুসিভ ডিলার শপ চালু হওয়ায় আধুনিক ও মানসম্মত ইলেকট্রনিক্স পণ্য সহজেই সংগ্রহের সুযোগ সৃষ্টি হলো, যা এলাকাবাসীর জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।



