ফটিকছড়িতে হালদা নদীর পাড়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে SACP প্রকল্পের আওতায় স্থাপিত উচ্চমূল্যের ফসল ফলকপি প্লটে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক আপ্রু মারমা। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রঘুনাথ নাহা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা কৃষি অফিসার আবু সালেক।
মাঠ দিবসে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, উচ্চমূল্যের ফসল চাষের কলাকৌশল, পোকামাকড় দমন পদ্ধতি এবং জৈব কৃষির ব্যবহার ও গুরুত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়।
বক্তারা বলেন, হালদা নদীর পাড়ের উর্বর মাটিতে অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ মাটির গুণাগুণ নষ্ট করছে। তাই সুষম সার ব্যবহারের মাধ্যমে মাটির স্বাস্থ্য রক্ষা ও উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা। এসময় মিষ্টি আলু, মুলা, মিষ্টি কুমড়া, টমেটো ও শিমসহ বিভিন্ন ফসলে সুষম সার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি কৃষিকে লাভজনক করতে আগাম ও অফ-সিজন জাতের ফসল চাষের বিষয়েও কৃষকদের উৎসাহিত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা অংশগ্রহণ করেন এবং মাঠ পর্যায়ে উন্নত কৃষি প্রযুক্তি সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।



