১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

রাউজান প্রতিনিধি

রাউজানে জানে আলম সিকদার (৫০) নামের যুবদলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের আজগর আলী সিকদার বাড়িতে তাঁর নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাতের খাবারের আগে জানে আলম সিকদার বাসার গেটের সামনের উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন যুবক সেখানে এসে দাঁড়ায়। মোটরসাইকেলের পেছনে থাকা একজন খুব কাছ থেকে জানে আলমকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কয়েক মিনিটের মধ্যেই তাঁর মৃত্যু হয়। হামলার পর মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

নিহত জানে আলম সিকদার রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকলেও সাম্প্রতিক সময়ে তিনি দলীয় কর্মকাণ্ডে তেমন যুক্ত ছিলেন না বলে জানিয়েছেন যুবদলের একাধিক নেতা।

পরিবারের সদস্যদের দাবি, জানে আলমের সঙ্গে কারও প্রকাশ্য শত্রুতা ছিল না। কী কারণে তাঁকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে, তা তারা বুঝতে পারছেন না।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন রাউজান থানা পুলিশ।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?