১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নাজিরহাটে প্রশাসনের অভিযান:

বাড়তি দামে গ্যাসের সিলিন্ডার বিক্রি; ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়িতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বোতলজাত এলপি গ্যাস বিক্রির দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বিকেলে নাজিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে মেসার্স এম এস ট্রেডিংকে ১০ হাজার টাকা এবং মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে নাজিরহাট পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?