লেলাংয়ে মোটরসাইকেলে এসে এক জামাল উদ্দিন (৪৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়েছে মো. নাছির (৪০) নামে আরও একজন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) রাত সাতটার দিকে ইউনিয়নের শাহনগর এলাকার দিঘীর পাড়ে এ ঘটনা ঘটে। নিহতের জামাল প্রকাশ ওরফে ছোট জামাল ইউনিয়নের বশরত আলী মিস্ত্রির বাড়ীর মো. ইউছুফের পুত্র। আহত নাছির একই এলাকার মো. ইউনুসের পুত্র। স্থানীয়দের ভাষ্যমতে, তারা দুজনেই দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তবে কারা বা কী কারণে তাদের ওপর গুলি চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামাল ও নাছির ইসলামিয়াবাজার থেকে হেঁটে এসে দিঘীর পশ্চিম পাড়ে দাঁড়ান। তাদের পিছন থেকে মোটরসাইকেল যোগে দুইজন দুর্বৃত্ত এসে গুলি ছুড়ে চলে যান। এতে ঘটনাস্থলেই জামাল উদ্দিনের মৃত্যু হয়। খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পুলিশ ঘটনাস্থল থেকে আট রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘ফটিকছড়ির লেলাংয়ে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। অন্য একজনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।’ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে জামায়াতকর্মী নিহত হওয়ায় গভীর ক্ষোভ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত। শনিবার রাতে জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার ও সেক্রেটারি আব্দুল জব্বার এক যৌথ বিবৃতিতে বলেন, এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের দাপট ও প্রশাসনের ব্যর্থতারই পরিণতি। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বারবার দাবি জানানো হলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় সন্ত্রাসীরা প্রকাশ্যে হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যাওয়ার সাহস পাচ্ছে।
নেতৃবৃন্দ আরও বলেন, এ ঘটনা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির প্রমাণ এবং সাধারণ মানুষের জীবন চরম অনিরাপত্তায় পড়েছে। তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।



