১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়িতে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা

ডেক্স নিউজ, ফ.প্র

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়।

দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরকে টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০২৬ উপলক্ষে ফটিকছড়ি উপজেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ডাব্লিউভিএস ও মিশন রাবিস এর অর্থায়নে এই অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মনোজ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরী, এমডিভি এক্সপার্ট ডা. সৈয়দ মুহাম্মদ উল্লাহ্, এমডিভি কার্যক্রমের সুপারভাইজার হায়দার আলম ও মুহাম্মদ সাকিল খান প্রমুখ। 

সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য, স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন এ সময় উপস্থিত ছিলেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?