১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়িতে বন্দুক উদ্ধার: পুলিশি অভিযানে গ্রেপ্তার ৭

ডেক্সনিউজ, ফ.প্র

আটককৃতরা

ফটিকছড়িতে থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন ৭ জনকে আটক করা হয়েছে। অভিযানে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রবিবার(১১জানুয়ারী) মধ্যরাতে ফটিকছড়ি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে বিভিন্ন এলাকা থেকে ৭ জনকে আটক করা হয়। অভিযানে উদ্ধার করা হয় ৩টি ছোরা, ৩টি দা, ২টি চাকু, ১টি একনালা বন্দুক এবং ৩ রাউন্ড কার্তুজ।

ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, বিশেষ অভিযানের মাধ্যমে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?