১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়ির ক্রীড়াঙ্গন স্থবির

ক্রীড়া সংস্থার কমিটি গঠিত হয়নি দেড় বছরেও

সালাহউদ্দিন জিকু

 ফটিকছড়িতে দেড় বছর পার হলেও এখনো গঠন করা হয়নি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি। ফলে স্থবির হয়ে আছে পুরো ক্রীড়াঙ্গন, বাধাগ্রস্ত হচ্ছে স্থানীয় খেলাধুলার স্বাভাবিক কার্যক্রম। খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়া অনুরাগীদের মধ্যে ক্ষোভও বাড়ছে। ২০২৪ সালের ২১ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক আদেশে দেশের সব উপজেলা, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি বিলুপ্ত করে স্থানীয়ভাবে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহ্বায়ক এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সদস্যসচিব হিসেবে ৭ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের কথা বলা হলেও ফটিকছড়িতে তা এখনো বাস্তবায়ন হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বিভিন্ন পক্ষের সদস্য প্রার্থীতা ও রাজনৈতিক জটিলতার কারণে কমিটি ঘোষণায় বিলম্ব হচ্ছে।  ক্রিকেটার ইয়াছিন ফরহাদ বলেন, ‘কমিটি না থাকায় ক্রীড়াঙ্গনে স্থবিরতা নেমে এসেছে, বাধাগ্রস্ত হচ্ছে নতুন খেলোয়াড় তৈরি।’ ক্রিড়া সংগঠক রেজাউল করিম বলেন, ‘লীগ আয়োজন না হওয়ায় নতুন খেলোয়াড় উঠে আসছে না। সবাই হতাশায় ভুগছে।’  ক্রীড়া সংগঠক ইফতেখার উদ্দিন লাবলু বলেন, ‘নিয়মিত প্রতিযোগিতা না থাকায় প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।’

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, কমিটি গঠনের কাজ চলমান, অচিরেই গঠন করা হবে।  চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আব্দুল বারী বলেন, ‘অন্যান্য উপজেলা থেকে প্রস্তাব পেলেও ফটিকছড়ি এখনো প্রস্তাব পাঠায়নি। প্রস্তাব পেলেই জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানো হবে।’

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?