২৬ নভেম্বর শুর হচ্ছে ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজ। তিন জাতি সিরিজকে সামনে রেখে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া ও আজারবাইজান। আগামী ২৬ থেকে ২ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে হবে এবারের টুর্নামেন্ট। কোচ পিটার বাটলারের অধীনে টানা ২২ দিন অনুশীলন সেরেছে নারী দল।
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপ। এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে আজারবাইজান ও মালয়েশিয়াকে নিয়ে ৩ জাতি সিরিজ খেলতে যাচ্ছে পিটার বাটলারের শিষ্যরা।
সিরিজকে সামনে রেখে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আফঈদা খন্দকারের নেতৃত্বে দলটি ২৬ নভেম্বর মালয়েশিয়া ও ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে খেলবে দামাল কন্যারা।
সর্বশেষ থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশের মেয়েরা। সেই সিরিজে খেলা স্কোয়াডের সবাই আছেন ২৩ জনের দলে। নতুন করে যুক্ত হয়েছেন মামনি চাকমা ও তনিমা বিশ্বাস। এর মাঝে তনিমা ও রুমা আক্তার আছেন স্ট্যান্ডবাই হিসেবে। দুই ম্যাচেই ভালো খেলার আশ্বাস দিলেন অধিনায়ক আফঈদা। একই সুরে সুর মেলালেন নারী উইং এর প্রধান মাহফুজা আক্তার কিরণ।



