আমাদের সম্পর্কে
দেশ-বিদেশের অসংখ্য পাঠক-দর্শকই ‘ফটিকছড়ি প্রতিদিন’র প্রাণ। এটি আধুনিক ও গতিশীল একটি অনলাইন সংবাদ মাধ্যম; যা পাঠককে বস্তুনিষ্ঠ এবং সময়োপযোগী খবরাখবর পৌঁছে দিতে অঙ্গিকারব্ধ। খবর এখনেই … স্লোগান নিয়ে ২০২৫ খ্রিস্টাব্দের বিজয়ের দিনে ফটিকছড়ি মিডিয়া লিমিটেডের মালিকানায় যাত্রা শুরু হয় এই মিডিয়া হাউজের। যা সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দপ্তরে আনুষ্ঠানিক নিবন্ধনের জন্য আবেদিত।
আমাদের নেতৃত্ব
প্রদীপ চৌধুরী, উপদেষ্টা সম্পাদক: ৩৫ বছরের সাংবাদিকতায় অনন্য দিকপাল তিনি। সমতল মাড়িয়ে এখন কাজ করেন দুর পাহাড়ে। দীর্ঘ কর্মময় জীবনে কাজ করেছেন দীপ্ত টিটি, চ্যানেল টুয়েন্টিফোরসহ নামজাদা অনেক মিডিয়া হাউজে। সমকালের মতো ছাপা কাগজে এখনো তাঁর লিখনী থরে থরে সমুজ্জ্বল।
এস এম আক্কাছ, সম্পাদক: দীর্ঘ ৩০ বছরের সাংবাদিকতা জীবনে তিনি সজ্জন ও সম্মানিত। সাহসিকতা ও অনুসন্ধানী সাংবাদিকতায় তিনি অনন্য। দীর্ঘসময়ে তিনি প্রথম আলো, সমকাল, আজকের পত্রিকা, সময়ের আলোসহ শীর্ষস্থানীয় সংবাদপত্রে সুনামের সাথে কাজ করেছেন। এছাড়াও চট্টগ্রামের পূর্বকোণ, চট্টগ্রাম মঞ্চ ও ঈশানসহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে তাঁর সরব লিখনী এখনো প্রোজ্জল।
সোলাইমান আকাশ, প্রকাশক: ২২ বছরে সাংবাদিকতার বার্ণাঢ্য জীবন তাঁর। তিনি অনিয়ম, দুর্ণীতি ও নানান অপরাধ প্রতিবেদনে দারুণ দক্ষ। সুসাংবাদিকতায় তিনি চট্টগ্রামের শীর্ষ দৈনিক আজাদীতে দীর্ঘদিন নিষ্ঠার সাথে কাজ করেছিলেন। বর্তমানে তিনি সময়ের কাগজ ও কান্ট্রি টুডেতে দিব্যি কাজ করছেন।
‘ফটিকছড়ি প্রতিদিন’ এমন এক মিডিয়া পোর্টাল যা রাজনীতি, অপরাধ, স্থানীয় বিষয়, ব্যবসা, খেলাধুলা, জীবনধারা, শিক্ষা, স্বাস্থ্য এবং আরও অনেক কিছুর উপর দ্রুত এবং নির্ভরযোগ্য খবর প্রকাশ করে। নিয়মিত ব্রেকিং, অনুসন্ধানী প্রতিবেদন এবং নানা কিছিমের ভিডিও প্রতিবেদন প্রকাশ করে দর্শকদের আবদ্ধ করে।