১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সাড়ে ২২ লাখ টাকা জরিমানা

ফটিকছড়ির ৯ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

ডেক্স নিউজ, ফ.প্রতিদিন

ফটিকছড়িতে ৯ টি অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

ফটিকছড়িতে ৯ টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। এতে ৮টি ভাটা মালিককে সাড়ে ২২ লাখ টাকা জরিমানাসহ ১টি ইট ভাটায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) রিট মামলার প্রেক্ষিতে চিমনিসহ কিলন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। বুধবার (৩ ডিসেম্বর) দিনভর চলা অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।

পরিবেশ অধিদফতর সুত্রে জানা যায়, সুয়াবিল ইউনিয়নের মেসার্স হালদা ব্রিকসকে চার লাখ টাকা, মেসার্স সিরাজ ব্রিকসকে ৪ লাখ টাকা, মেসার্স আবুল কালাম ব্রিকসকে চার লাখ টাকা, মেসার্স এবিসি-১ ব্রিকসকে চার লাখ টাকা, মেসার্স এবিসি-২ ব্রিকসকে দেড় লাখ টাকা, মেসার্স একতা ব্রিকসকে দুই লাখ টাকা, শাহজালাল ব্রিকসকে এক লাখ টাকা, হাজী ইউনুচ ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এসময় এসব ইটভাটার চিমনিও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিচ্ছিন্ন কওে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগও।  

অভিযানে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক চন্দন বিশ্বাস ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিনসহ র‍্যাব, পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম বলেন, ‘অবৈধভাবে পরিচালনা ও পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় ফটিকছড়ির হারুয়ালছড়ি, সুয়াবিল ও নাজিরহাট পৌরসভার ৮টি ইটভাটাকে অর্থদÐসহ চিমনি গুঁড়িয়ে দেওয় হয়। এছাড়া ১টি ইট ভাটাকে বেলার রিট মামলার প্রেক্ষিতে চিমনিসহ কিলন ভেঙে দেওয়া হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?