ফটিকছড়ির কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ব্যতিক্রমধর্মী প্লেয়ার ড্রাফট অনুষ্টিত হয়েছে।
শুক্রবার, ৫ ডিসেম্বর রাতে বিদ্যালয় মাঠে জাঁমকালো আয়োজনে নিলামে অংশ নেন ১০ দলের জন্য মোট ১৮৮ জন খেলোয়াড়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মফিদুল ইসলাম মামুন। ইঞ্জিনিয়ার মো. মোবারক হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. কফিল উদ্দীনসহ অন্যান্য অতিথিরা।
এসময় অধ্যাপক মফিদুল ইসলাম মামুন বলেন, “নতুন প্রজন্মকে সুস্থ বিনোদনের সঙ্গে যুক্ত করতে এবং মাদক-জুয়ার মতো ক্ষতিকর প্রবণতা থেকে দূরে রাখতে আমরা এমন উদ্যোগ গ্রহণ করেছি। খেলাধুলা সমাজকে আলোকিত করার অন্যতম শক্তিশালী মাধ্যম।”
প্লেয়ার ড্রাফটকে ঘিরে স্কুল মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। স্থানীয় খেলোয়াড়, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীর অংশগ্রহণে আয়োজনটি পরিণত হয় এক প্রাণবন্ত ক্রীড়া মহলে। ক্রীড়া উন্নয়নে ইউনিয়ন পর্যায়ে এমন ব্যতিক্রমী আয়োজনকে সাধুবাদ জানান ক্রীড়াপ্রেমীরা।




