১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)

শীতে চিকিৎসা সেবা ও কম্বল পেয়ে খুশি তারা

ডেক্স নিউজ

সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রেখে চলেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এরই অংশ হিসেবে খাগড়াছড়ির রামগড়ে দুর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।

সকালে রামগড় ব্যাটালিয়নের উদ্যোগে উপজেলার গরুকাটা এলাকায় আয়োজন করা হয় মেডিক্যাল ক্যাম্প ও মানবিক সহায়তা কার্যক্রম। রামগড় উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের এই দুর্গম এলাকায় বসবাসরত দুই শতাধিক গরীব ও অসহায় পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

একই সঙ্গে মানবিক সহায়তার অংশ হিসেবে দুই শতাধিব দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। কার্যক্রমে উপস্থিত ছিলেন রামগড় জোনের উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম ও মেডিক্যাল অফিসার মেজর অতসী দেবনাথ।

ব্যাটালিয়ন অধিনায়ক জানান, দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত গরীব ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?