১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যুবদলের স্বাগত মিছিল

রাজনৈতিক প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ফটিকছড়িতে স্বাগত মিছিল করেছে যুবদল।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠ থেকে মিছিলটি বের হয়। মিছিলটি চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ১ নম্বর রোডের মাথায় গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন স্লোগান ও ব্যানার–ফেস্টুনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

নবগঠিত ফটিকছড়ি ও ভূজপুর থানা, নাজিরহাট ও ফটিকছড়ি পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত এ মিছিলে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মিয়া মোশরাফুল আনোয়ার মশু। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সভাপতি হাছান জসিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মুনসুর আলম চৌধুরী , আজম খান, জালাল উদ্দিন চৌধুরী, ফয়েজ তারেক, রশিদ চৌধুরী, ফটিকছড়ি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাহারুল ইকবাল লাভলু, ভূজপুর থানা যুবদলের সভাপতি জাহেদুল আলম জাহেদ, সাধারণ সম্পাদক একরামুল হক একরাম, ফটিকছড়ি পৌরসভা যুবদল সভাপতি ইঞ্জিনিয়ার এমদাদুল হক মুন্না, সাধারণ সম্পাদক সাইফুল হায়দার রাসেল, নাজিরহাট পৌরসভা যুবদল সভাপতি প্রিন্স ওমর ফারুক, সাধারণ সম্পাদক আরাফাত তূষার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে এদেশের আপামর জনসাধারণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। ১৮ বছর সুদূর লন্ডনে থেকেও আমাদের আন্দোলন সংগ্রামে দিক নির্দেশনা দিয়েছেন। গণতন্ত্র পুনর্দ্ধারের স্বপ্ন জাগ্রত রেখেছেন তারেক রহমান। তাঁর নেতৃত্ব মানে অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান, মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা রক্ষার দৃঢ় অঙ্গীকার।

 

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?