ফটিকছড়িতে শহীদ হালিম- লিয়াকত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় শহীদ হালিম- লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে ফটিকছড়ির চারটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষাকেন্দ্রগুলোর মধ্যে ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র পরিদর্শন করেন অধ্যাপক মাওলানা আব্দুর রহিম মুনীরী, মাওলানা নুরুল্লাহ রায়হান খাঁন, মুহাম্মদ আলী আকবর, কেএম আজাদ রানা, ফরহাদ মোস্তফা এবং জেলা পর্যবেক্ষক মুহাম্মদ কাইয়ুম।
কেন্দ্র পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা ফখর উদ্দিন মুনিরী, মঈনুল আলম চৌধুরী, জয়নুল আবেদীন, এডভোকেট হামিদুল্লাহ, মাস্টার ওসমান খাঁ, অধ্যাপক মহিউদ্দিন চৌধুরী, মাওলানা ফয়জুল আলম, মাওলানা কুতুব উদ্দিন মামুন, আবুল কালাম আহমদী, আবু ফয়েজ তুহিন ও আজিজুল করিম।
এ ছাড়া শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ ফটিকছড়ি উত্তর জোনের পরিচালক মাস্টার মহি উদ্দিন, মুহাম্মদ ইরফান উদ্দিন, এম ইয়াকুব আলীসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ পরীক্ষার সার্বিক তদারকিতে অংশ নেন।
পরিদর্শনকালে অতিথিরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০০২ সাল থেকে শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদের উদ্যোগে নিয়মিতভাবে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন ও শিক্ষায় উৎসাহ প্রদানই এ আয়োজনের মূল লক্ষ্য।



