খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলে। একটি সুন্দর সমাজ বিনির্মাণে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই- এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রবিউল হাসান তানজিম।
শুক্রবার বিকেলে ফটিকছড়ি পৌরসভার ৪নং ওয়ার্ড দক্ষিণ রাঙ্গামাটিয়ায় কিংস ইলেভেন কে বি’র আয়োজনে অনুষ্ঠিত ‘দ্যা ৫০ বল ক্রিকেট টুর্নামেন্ট’ সিজন-২ খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফটিকছড়ির প্রতিটি এলাকায় খেলাধুলার পরিবেশ গড়ে তুলতে গণঅধিকার পরিষদ সবসময় তরুণদের পাশে থাকবে।’
খেলার উদ্বোধক ছিলেন, গণঅধিকার পরিষদ চট্টগ্রাম জেলার সাবেক যুগ্ম সদস্য সচিব জামশেদ আলম। সংবর্ধিত অতিথি ছিলেন, উত্তর জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সুমন, ফটিকছড়ি পৌরসভা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ছাত্রনেতা রেজাউল হাসান জোনায়েদ, উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম আরিফসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফ.প্র/ওএআর/ক্রীড়া



