ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম- ২ (ফটিকছড়ি–) আসনে মনোনয়নপত্র জমা দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
২৮ ডিসেম্বর, রবিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের নিকট অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের পক্ষে এ মনোনয়ন পত্র জমা দেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আব্দুল জব্বার। এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী আলমগীর মুহাম্মদ ইউনুছ ও ইসমাইল গনি।
এ বিষয়ে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, ‘জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও দোয়া থাকলে এই আসনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। নির্বাচিত হলে ফটিকছড়িকে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালাব। শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দেওয়া হবে।’



