১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এবার আসন প্রতি লড়বেন ৬৫ শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু আজ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি

আজ বিজ্ঞান অনুষদভুক্ত “এ” ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ। এবারে “এ” ইউনিটে আসন প্রতি লড়বেন প্রায় ৮০ ভর্তিচ্ছু শিক্ষার্থী। এবারও চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত “এ” ইউনিটের অধীনে রয়েছে ৪টি অনুষদ। এগুলো হলো- বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সাইন্স এন্ড ফিশারিজ অনুষদ।

সূত্র মতে, “এ” ইউনিটে ১ হাজার ৯৩টি সাধারণ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৮৭ হাজার ৬৯৪ জন শিক্ষার্থীর। এবারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪টি ইউনিট ও ৩টি উপ-ইউনিটে ৩ হাজার ৫৯৭টি আসনের বিপরীতে আবেদন করেছে ২ লাখ ৩৩ হাজারও বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী। যা গত বছর ছিল ২ লাখ ৭১ হাজার ২৩৯ জন। তবে গতবারের চেয়ে আসনও কমেছে এবার।

আজ শুক্রবার বিজ্ঞান অনুষদভুক্ত “এ” ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য শুরু হবে ভর্তিযুদ্ধ এবং শেষ হবে ১০ জানুয়ারী “বি” ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে। কোন কেন্দ্রে কতজন পরীক্ষা দিবেন : বরাবরের মতো এবারও চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮৭ হাজার পরীক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ অংশ নিবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। যেখানে অংশ নিবেন ৫৫ হাজার ৬৪৩ জন পরীক্ষার্থী। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৯ হাজার ৩৪৫ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১২ হাজার ৮০৬ জন শিক্ষার্থী অংশ নিবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রমতে, ৪ জন নিরাপত্তা বাহিনীর লোক ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যক্তির মাধ্যমে স্ব-স্ব কেন্দ্রে প্রশ্নপত্র পাঠানো হবে। পরীক্ষা শেষে কঠোর নিরাপত্তায় উত্তরপত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হবে।

ভর্তি পরীক্ষার সার্বিক নিরাপত্তার বিষয়ে চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সেজন্য ২২০ জন নিরাপত্তা বাহিনীর লোক মোতায়েন থাকবে। এছাড়া ২টি মেডিকেল ক্যাম্প ও ৬টি ইনফরমেশন সেন্টার থাকবে। এছাড়া প্রায় ২৫ জনের মতো গোয়েন্দা বাহিনীর লোক এখানে নজরদারি রাখবেন।

তিনি আরও বলেন, চাকসুর উদ্যোগে ৬টি বিশ্রামাগার থাকবে। এছাড়া ফায়ার সার্ভিসের একটি গাড়ি সবসময় টহলরত অবস্থায় থাকবে। যেন কোনো ধরণের অস্বাভাবিক ঘটনা না ঘটে।

যানজট নিরশনের বিষয়ে তিনি বলেন, সুষ্ঠুভাবে যেন পরীক্ষা পরিচালিত হয় সেজন্য ১৫টি পয়েন্টে ৬৫ জন ট্রাফিক পুলিশ দায়িত্ব থাকবেন। এছাড়া রোভার স্কাউট ও বিএনসিসিও দায়িত্বে থাকবেন।

ঢাবি ও রাবিতে যারা পরীক্ষায় অংশ নিবেন তাদের বিষয়ে তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যারা রাবি ও ঢাবিতে অংশ নিবেন তাদের নিরাপত্তার বিষয়ে স্ব-স্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব পালন করবেন। আশা করছি, তারা আমাদের একটি সুন্দর পরীক্ষা উপহার দিবেন।

উল্লেখ্য, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ‘এ’ ইউনিটের ২ জানুয়ারি, ‘ডি ইউনিটের ৩ জানুয়ারি, ‘সি’ ইউনিটের ৯ জানুয়ারি, ‘বি’ ইউনিটের ১০ জানুয়ারি, ‘ডি-১’ উপ ইউনিটের ৫ জানুয়ারি, ‘বি-১’ উপ ইউনিটের ৭ জানুয়ারি এবং ‘বি-২’ উপ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?