কাঞ্চননগরে মধ্যরাতে অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা ।
শনিবার (৩ জানুয়ারি) রাত তিনটার দিকে দক্ষিণ কাঞ্চননগর গ্রামের মনু হাজির বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, হঠাৎ আগুন লাগার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের চেষ্টায় আগুন নেভানো সম্ভব না হলে খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় রুহুল আমিন, নূর হোসেন, নূর মোহাম্মদ, নুরুল আলম, বদিউল আলম, মাহাবুল আলম ও মহি উদ্দিনের কাঁচা ও আধাপাকা বসতঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্তরা জানান, আসবাবপত্র, ধান-চাল, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সবকিছু আগুনে নষ্ট হয়েছে।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ কামাল উদ্দিন চৌধুরী জানান, বন্ধ থাকা একটি বসতঘরের ফ্রিজের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার ও কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু নাসের, কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রায়হান হোসেন, স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদেরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



