বিপুল উৎসাহ-উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে লেলাং ইউনিয়নের শাহনগরে শুরু হয়েছে ‘হাজিরখীল অগ্রণী সংঘ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট–২০২৬’।
যুব সমাজকে মাদকমুক্ত রাখা এবং খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে হাজিরখীল অগ্রণী সংঘের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে হাজিরখীল খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাতপ্রবাসী ব্যবসায়ী ও ফটিকছড়ি প্রেসক্লাবের প্রবাসী সদস্য মো. আব্দুল মান্নান। খেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যবসায়ী ছরওয়ার উদ্দিন।
পল্লী চিকিৎসক সুজন কুমার শীলের সভাপতিত্বে এবং আবু বকরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল মান্নান বলেন, সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার বিকল্প নেই। যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে পাড়া-মহল্লায় এ ধরনের টুর্নামেন্ট অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এতে তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে খেলার ট্রফি উন্মোচন করেন দৈনিক কালের কন্ঠের ফটিকছড়ি প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ নাছির উদ্দিন। প্রধান আলোচক ছিলেন সমাজসেবক সেলিম মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইপ্রবাসী ব্যবসায়ী নজরুল ইসলাম, মো. হাছান, প্রবাসী মোহাম্মদ জয়নাল আবেদীন, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ দুলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় গোপালঘাটা একাদশ ও সন্যাসীরহাট ফুটবল একাদশ। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি ও উচ্ছ্বাস টুর্নামেন্টের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।



