কাঞ্চননগরে অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়নের মধ্য কাঞ্চননগর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের রুইশ্যার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতায় ঘরের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জানে আলম, শাহ আলম, আবুল কালাম, মাহবুল আলম, শাহজান মাস্টার ও আবদুল মোনায়েমের বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।
ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ছয়টি বসতঘর পুরোপুরি পুড়ে যায়।



