ফটিকছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৮ জন নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে বিএনপির কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা বিএনপিপন্থী এই ছাত্র সংগঠনে যোগ দেন।
ছাত্রদলে যোগদানকারী নেতাকর্মীরা হলেন— চট্টগ্রাম মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিদুয়ান সিদ্দিকী, চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মুজিবুর রহমান, উত্তর জেলা ছাত্র আন্দোলনের সদস্য কাউসার আলম মারুফ, মো. আদনান, মো. মাসুদ, মো. জিয়া উদ্দিন, মো. সামির সিদ্দিকী ও মো. রিয়াদ। এ সময় চট্টগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর এবং উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল যোগদানকৃত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহিন উদ্দিন মেসির সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য গিয়াস উদ্দিন মামুন, উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীনসহ জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ের ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল বলেন, “বিগত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে যেসব ছাত্রপ্রতিনিধি জীবনের মায়া ত্যাগ করে ছাত্রদলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন, আজ তাঁদের ছাত্রদলে যোগদান আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা আশা করি, যোগদানকৃত নেতাকর্মীরা ছাত্রদলের আদর্শে উজ্জীবিত হয়ে ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে সংগঠনের লক্ষ্য ও সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন।”
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-২ আসনের ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীর বলেন, “ছাত্রদল সবসময় গণতন্ত্র, অধিকার ও ন্যায়বিচারের পক্ষে আপসহীনভাবে আন্দোলন করে এসেছে। আজ যারা ছাত্রদলে যোগ দিয়েছেন, তাঁদের ত্যাগ ও সংগ্রাম আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করবে। আগামীর ছাত্রসমাজ মেধা ও সৃজনশীলতা দিয়ে দেশকে এগিয়ে নেবে। মুক্তিযুদ্ধ ও জুলাই চেতনাকে ধারণ করে সবার আগে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা। ”



