১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আব্দুল্লাহপুর বড়ুয়া পাড়ায় অগ্নিকাণ্ডে ছয় বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক

আব্দুল্লাহপুরে অগ্নিকাণ্ডে ছয় বসতঘর পুড়ে ছাই হয়েছে।  এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।  বৃহস্পতিবার সকালে ইউনিয়নের দক্ষিণ বড়ুয়া পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে নওজেল বড়ুয়া, বিক্রম বড়ুয়া, আদর্শ বড়ুয়া, সজল বড়ুয়া ও পিন্টু বড়ুয়ার বসতঘরসহ মোট ছয়টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ঘরগুলোতে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, রান্নার সামগ্রী ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় সব মালামাল আগুনে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ফায়ারম্যান জুনমান হোসেন বলেন, `প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ৬টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।‘

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?