আব্দুল্লাহপুরে অগ্নিকাণ্ডে ছয় বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়নের দক্ষিণ বড়ুয়া পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে নওজেল বড়ুয়া, বিক্রম বড়ুয়া, আদর্শ বড়ুয়া, সজল বড়ুয়া ও পিন্টু বড়ুয়ার বসতঘরসহ মোট ছয়টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ঘরগুলোতে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, রান্নার সামগ্রী ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় সব মালামাল আগুনে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ফায়ারম্যান জুনমান হোসেন বলেন, `প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ৬টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।‘



