চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন- সারাদেশে ধানের শীষের গণজোয়ার উঠেছে। সেই গণজোয়ারে ভেসে যাবে একটি গোষ্টির নানামুখী সকল ষড়যন্ত্র।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ফটিকছড়ির নানুপুর বাজারে বিএনপির উদ্যোগে বিশাল গণমিছিল শেষে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে, গণমিছিলটি নানুপুর লায়লা-কবির ডিগ্রী কলেজ মাঠ থেকে শুরু হয়ে নানুপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে বাজারের মুখে এসে শেষ হয়।
তিনি বলেন, গ্রাম-গঞ্জের প্রতিটি ঘরে ঘরে দেশ নায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামোর ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে ৷ ৩১দফার ভিত্তিতে আগামী বাংলাদেশ হবে। নির্বাচনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী বানাতে হবে। সেই লক্ষ্যে কঠোর পরিশ্রম করতে হবে।
ফটিকছড়ির উন্নয়ন সম্পর্কে বিএনপি নেতা সরওয়ার আলমগীর বলেন- ফটিকছড়িতে শিল্প জোন করা হবে, সেই শিল্প জোনে এ অঞ্চলের মানুষ কাজ করবে, বেকারত্ব দুর হবে, আত্ম-সামাজিক উন্নয়নে লাভবান হবেন তারা। ফটিকছড়ির মানুষের সাথে আছি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকব ইনশাআল্লাহ্।

বিএনপি নেতা শহিদ উদ্দীন মাষ্টারের সভাপতিত্বে ও মিয়া মোশরাফুল আনোয়ার চৌধুরী মশুর সঞ্চালনায় মিছিলে অংশ নেন-ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, প্রবীন বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, নাজিরহাট পৌরসভা বিএনপি আহবায়ক এজহার মিয়া, সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, আবুল কালাম আজাদ, হাফেজ জয়নাল আবেদীন, মুনসুর আলম চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।



