১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা

বালুটিলাকে ইউনিয়ন ঘোষণার দাবিতে ফেনী–খাগড়াছড়ি সড়ক দেড় ঘন্টা অবরোধ

ফ.প্র প্রতিবেদক:

ফটিকছড়িতে বালুটিলাকে পৃথক ইউনিয়নের দাবীতে ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী।

ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ও বাগানবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নিয়ে ‘বালুটিলা’ নামে পৃথক ইউনিয়ন ঘোষণার দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে ফেনী–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ অবরোধে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে বিকেল সাড়ে ৫ টার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে দাবি জানিয়ে কোনো ফল না পাওয়ায় আমরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। বালুটিলা একটি জনবহুল ও ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এলাকা। পৃথক ইউনিয়ন গঠন হলে প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাবে।’

বক্তব্য দেন হাজী নুর হোসেন প্রকাশ ডা. মানিক, আব্দুল মালেক, নুরুজ্জামান মেম্বার, আবুল কালাম, মাস্টার আবু বক্কর সিদ্দিক, আব্দুল মানিক সওদাগর, আব্দুল হামিদ, আব্দুর রশিদসহ আরও অনেকে। 

তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে ‘বালুটিলা ইউনিয়ন’ ঘোষণা না করা হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?