১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়ি প্রতিদিন

পরিবর্তন আসবেই

এস এম আক্কাছ, সম্পাদক

একবুক আশার সমাধিক্ষেত্র এই বৃহৎ উপজেলা ফটিকছড়ি। আবার বারবার আশাবাদ জাগরণের সংশপ্তকও। নিজেদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সুন্দরে সাজানোর অঙ্গীকার নিয়ে বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে ‘ফটিকছড়ি প্রতিদিন’ যাত্রা শুরু করেছে।

খবর এখানেই …। শ্লোগানটি আমরা আপনাদের বলছি। সাদাকে সাদা অবিকল রাখতে চাই আমরা। সংবাদ রঞ্জিত হোক সেটা আমরা চাইনা। যেটি বলছি, তা পালনে আমরা দৃঢ়তা দেখাবো, দৃষ্টান্ত হবো। কখনো হারতে দেবো না আমাদের পেশাদারিত্বকে। আমরা এই শপথ করছি।

আমাদের আশা; এই যাত্রায় সকলে সাঁড়া দিবেন। উপজেলার গ্রামে-গঞ্জে, আনাচ-কানাচে সবার কাছে এই বার্তাটি পৌঁছে দেবেন। আমরা সবাইকে আন্দোলিত করে মানবিক এক বিবেককে জাগ্রত করতে চাই। প্রযুক্তির অবারিত দুর্বার সময়ে এই মিডিয়া জগতে আমরা আপনাদের সহযাত্রী হতে চাই।

আমরা ভালো কাজ করে সংকল্প করতে চাই। সবার মনে ইতিবাচক এক উপজেলার সরল রেখার ছবি এঁকে দিতে চাই। উপজেলার সব শ্রেণি-পেশার মানুষের আস্থার প্রতীক করতে চাই আমাদের ‘ফটিকছড়ি প্রতিদিন’।

জানিয়ে রাখি; ১৯৫২ সালে এই দেশের লক্ষ মানুষ শপথ নিয়েছিল মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার, সেই শপথ সত্য হয়েছিল। একাত্তরে সেই সব মানুষই দেশকে স¦াধীন করার কঠিন অঙ্গীকার করে আত্মত্যাগের পথে ঝাঁপিয়ে পড়েছে, সেই ত্যাগ সার্থক হয়েছে স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে। নব্বইয়ে এই বাংলাদেশই গণতন্ত্র কায়েমের শপথে আবার উজ্জীবিত হয়ে গণতন্ত্র এনেছে। চব্বিশের অভ্যুত্থানে ছাত্রদের আন্দোলনে কর্তৃত্ববাদের পতন নিশ্চিত হয়েছে। এই ঐতিহাসিক শপথগুলো বৃথা যায়নি। শত ব্যর্থতার মাঝেও এই পরিবর্তন আর বদলগুলো আমাদের অক্ষয় অর্জন।

আমাদের প্রত্যেকের ছোট ছোট ভুল, অন্যায়, অনৈতিকতা ও দায়িত্বহীনতারই পরিণাম আমাদের যাবতীয় দুর্দশা। আমরা সবাই কি বুকে হাত দিয়ে বলতে পারি, এই বাস্তবতা সৃষ্টির পেছনে আমাদেরও দায় নেই? তাই আমাদেরই দায়িত্ব নিতে হবে অন্ধকার মাড়িয়ে সুদিনের সম্ভাবনাকে ফলিয়ে তোলার। এজন্য নিজেরাই পরিবর্তন করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সবার আগে পরিবর্তন হতে হবে আগে নিজেকে। আমরা নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে ‘ফটিকছড়ি প্রতিদিন’কে এমনটাই চাইছি।

ভালো দৃষ্টান্তই ভালো কাজে উদ্বুদ্ধ করায়। দৃষ্টিভঙ্গি ইতিবাচক করে শাণিত করতে চাই নিজেদের পেশাদারিত্বকে। এই অগ্রযাত্রায় ভালোবাসার উদ্দীপনা হোক ‘ফটিকছড়ি প্রতিদিন’। এটাই সবার কাছে প্রত্যাশা।

ভালো থাকবেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?