একবুক আশার সমাধিক্ষেত্র এই বৃহৎ উপজেলা ফটিকছড়ি। আবার বারবার আশাবাদ জাগরণের সংশপ্তকও। নিজেদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সুন্দরে সাজানোর অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে ‘ফটিকছড়ি প্রতিদিন’ যাত্রা শুরু করেছে।
কলেজ মার্কেটস্থ ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে বিকেল তিনটায় ভার্স্যুয়ালী যুক্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ ও প্রবীণ সাংবাদিক মো. আবুল বশর এই যাত্রার শুভ উদ্বোধন করেন। উদ্ভোধনকালে তিনি বলেন, ‘সাংবাদিকতা একটি মহান পেশা। আজ বৃহত্তর ফটিকছড়ি উপজেলায় ‘ফটিকছড়ি প্রতিদিন’ নামে নতুন একটি নিউজপোর্টালের যাত্রা শুরু হচ্ছে জেনে আমি আনন্দিত ও আপ্লুত। এ গণমাধ্যমটির সাথে সম্পৃক্ত সকল সংবাদকর্মী ও কলাকুশলীদেরকে অভিবাদন জানাই। আশা করবো, তারা দেশের পক্ষে, জনগণের পক্ষে কথা বলবে। ফটিকছড়ির উন্নয়নের অগ্রযাত্রায় ভূমিকা রাখবে।’
খবর এখানেই …। এই শ্লোগানে সাদাকে সাদা অবিকল রাখার অঙ্গিকার করেন ফটিকছড়ি প্রতিদিন কর্তৃপক্ষ। তারা যে কোনো সংবাদ রঞ্জিত হোক সেটা চায়না। যেটি বলছে, তা পালনে তারা দৃঢ়তা দেখাবে, দৃষ্টান্ত হবে। কখনো হারতে দেবে না তাদের পেশাদারিত্বকে। তারা এই শপথ করছে।
ফটিকছড়ি প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক প্রদীপ চৌধুরী বলেন, ‘আমরা ভালো কাজ করে সংকল্প করতে চাই। সবার মনে ইতিবাচক এক উপজেলার সরল রেখার ছবি এঁকে দিতে চাই। সব শ্রেণি-পেশার মানুষের আস্থার প্রতীক করতে চাই ‘ফটিকছড়ি প্রতিদিন’।
ফটিকছড়ি প্রতিদিনের সম্পাদক এস এম আক্কাছ বলেন, ‘এই যাত্রায় সকলে সাঁড়া দেবেন। সবার কাছে এই বার্তাটি পৌঁছে দেবেন। আমরা সবাইকে আন্দোলিত করে মানবিক এক বিবেককে জাগ্রত করতে চাই। প্রযুক্তির অবারিত দুর্বার সময়ে সহযাত্রী হতে চাই সবার।’
ফটিকছড়ি প্রতিদিনের প্রকাশক সোলাইমান আকাশ বলেন, ‘ভালো দৃষ্টান্তই ভালো কাজে উদ্বুদ্ধ করায়। দৃষ্টিভঙ্গি ইতিবাচক করে শাণিত করতে চাই নিজেদের পেশাদারিত্বকে। এই অগ্রযাত্রায় ভালোবাসার উদ্দীপনা হোক ‘ফটিকছড়ি প্রতিদিন’। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার নানা প্রান্তের সুধীজন, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তি, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও নানা শ্রেণি-পেশার লোকজন ভার্স্যুয়ালী যুক্ত হয়ে শুভেচ্ছা জানান। তারা ফটিকছড়ি প্রতিদিন উপজেলার দৃষ্টান্ত হবে বলে মন্তব্য করেন।
সাংবাদিক নেতা আহমদ আলী চৌধুরী বলেন, “একটি সমৃদ্ধ ফটিকছড়ি গড়তে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই। আমরা আশা করি, ‘ফটিকছড়ি প্রতিদিন’ সত্যের পথে অবিচল থেকে উপজেলার সমস্যা, সম্ভাবনা এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরবে।”
জৈষ্ঠ্য সাংবাদিক আবদুস সাত্তার বলেন, উপজেলার নানা সমস্যা, সুখ-দুখ, মাটি ও মানুষের কথা বলুক ফটিকছড়ি প্রতিদিন। অবহেলিত জনগোষ্ঠীর, উন্নয়নের কথা, স্বাস্থ্যসেবা ও শিক্ষার কথা বলুক।’



