১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়ি

সাড়ে ৩ হাজার প্রান্তিক কৃষক পেলেন বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ

কৃষি প্রতিবেদক

রবি মৌসুমে বোরো আবাদে উৎপাদন বাড়াতে ফটিকছড়ি উপজেলায় সাড়ে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে এ বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অদ্বৈত রায়সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সুত্রে জানা যায়, আসন্ন রবি মৌসুমে বোরো হাইব্রিড ধানের আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই উপজেলার নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক সাড়ে ৩ হাজার কৃষককে বিনামূল্যে বীজ ও সার সহায়তা দেওয়া হচ্ছে।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক বলেন, “এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং ফলন বৃদ্ধি পাবে। এর সুফল হিসেবে কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে।”

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, “কৃষিই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকদের সহায়তায় সরকার যে প্রণোদনা দিচ্ছে, তা তাদের আরও আত্মনির্ভরশীল করে তুলবে।”

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?