মহান বিজয় দিবস-২৫ উপলক্ষে উৎসবে মেতেছে ফটিকছড়ি উপজেলার বক্তপুর গ্রামের ক্ষুদে শিল্পীরা। তারা চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ নিয়ে দেখিয়েছে শিশুরাই রঙ্গিন স্বপ্নে সাজাবে দেশ। ‘সাজাও স্বপ্নের রঙে …’ স্লোগানকে ধারণ করে বুধবার (১৭ ডিসেম্বর) মাগন নাতির বাড়ি ফোরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গনে স্থানীয় খেলোয়াড় সমিতি আয়োজনটি করেন।
শিশু থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষে আয়োজিত প্রতিযোগিতায় তিনটি ভিন্ন বিভাগে তারা অংশ নেয়। সেখানে রঙ-তুলিতে দেশের পতাকা, শহীদ মিনার, গ্রামীণ দৃশ্য এবং জাতীয় কবি কাজী নজরুলের প্রতিকৃতিসহ দেশের ইতিহাস-ঐতিহ্যের প্রতিচ্ছবি ফুটে ওঠে।
প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন শিক্ষক শহীদ রানা। তিনি ধৈর্য ও নিপুণতায় আঁকা চিত্রকর্মগুলো মূল্যায়ন করেন। এলাকার মান্যবর মুনছুর উদ্দিন, মোস্তফা কামাল, শাহজাহান, তসলিম, হাসান, মহিউদ্দিন ও আলী আজম, শাহাদৎ রিপন, মুহাম্মদ জিসানসহ এসময় প্রতিযোগীদের অনুপ্রেরণা যোগান।
তারা আয়োজনের প্রশংসা করে বলেন, ‘চিত্রাঙ্কন শিশুদের সৃজনশীলতা, কল্পনা শক্তি ও মানসিক বিকাশে দারুণ ভূমিকা রাখে। বিজয়ের এই ক্ষণে আয়োজনটি আমাদের সন্তানদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে এবং তাদের মেধার বিকাশ ঘটাবে।’
সমিতির সংশ্লিষ্টরা মনে করেন, এই মহতী উদ্যোগে এলাকার ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্বত:স্পূর্ত সবার উপস্থিতে তারা সবার প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান।



