ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে বিএনপির তিন ও স্বতন্ত্রসহ ৬ প্রার্থী রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এখন পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করা প্রার্থীরা হলেন- বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর, উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহার, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছালাহউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. জুলফিকার আলী, স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আখতার ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্রপ্রার্থী ও আওয়ামী লীগ নেতা গোলাম নওশের আলী। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রাম-২ আসনে মঙ্গলবার পর্যন্ত ছয় প্রার্থীর মনোনয়ন নথিভুক্ত হয়েছে।
তফসীল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। আপিল ৫ থেকে ৯ জানুয়ারি। নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি ও ভূজপুর নিয়ে গঠিত চট্টগ্রাম-২ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৪৫৩। এরমধ্যে পুরুষ ২ লাখ ২৯ হাজার ২৬২, নারী ২ লাখ ৫৯ হাজার ১৯০ এবং তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।



