ফটিকছড়িতে জমির টপসয়েল কাটার অভিযোগে একটি এস্কেভেটর জব্দ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লেলাং ইউনিয়নের ২নং ওয়ার্ড শের বিল নামক স্থানে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম।
এসময় অভিযানের খবর পেয়ে মাটি কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব না হলেও মাটি কর্তনের কাজে ব্যবহৃত একটি এক্সকেভেটর জব্দ করা হয়। জব্দকৃত এস্কেভেটর স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেয়া হয়। তদন্তসাপেক্ষে জমির মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনস্বার্থে প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।



