১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদলের 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক দেশব্যাপী কর্মশালায়

ছাত্র সমাজের কাছে বিএনপির রাজনীতি পৌঁছাতে হবে — সরওয়ার আলমগীর

রাজনৈতিক প্রতিবেদক

ছাত্র সমাজের কাছে বিএনপির আদর্শ ও রাজনীতি সঠিকভাবে পৌঁছে দিতে পারলেই ছাত্রদল ছাড়া অন্য কোনো সংগঠনের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর।

রোববার (২৮ ডিসেম্বর) ফটিকছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক দেশব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরওয়ার আলমগীর বলেন,“তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া টানা সতের বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আমাদের নেতাদের মতো ত্যাগী ও আপসহীন নেতা বাংলাদেশে আর নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, অথচ বর্তমান বিরোধী দল স্বাধীনতার বিরোধিতা করেছে এবং দেশের মানুষের ওপর হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে।”

তিনি আরও বলেন,“এখন আর ঘরে বসে থাকার সময় নেই। ভোটের মাঠে জনগণের সমর্থন আদায়ে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি ও ছাত্রদলই এ দেশের প্রকৃত গণতান্ত্রিক রাজনীতির ধারক।”

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন মেসির সভাপতিত্বে এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ বেলাল উদ্দিন মুন্নার সঞ্চালনায় দিনব্যাপী কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রদল নেতা রাব্বি কায়েম, নজিবুল করিম, মো. জাবেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, মুহাম্মদ নাছির উদ্দিন, আবু মনচুর, মাহফুজ, জয়নাল আবেদিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দিনব্যাপী এ কর্মশালায় উপজেলার ১৮টি ইউনিয়নের ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?