১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি)

মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর

রাজনৈতিক প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর।

সোমবার, ২৯ ডিসেম্বর সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নিকট মনোনয়ন পত্র জমা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সালাহউদ্দিন, আহমদ হোসেন তালুকদার, এডভোকেট ইউসুফ আলম মাসুদ, মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দিন শাহীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক, এডভোকেট আবুল কালাম আজাদ, এডভোকেট অহিদুল আলম, অ্যাডভোকেট জহর আলম, অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী সোহেল, অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ, আশরাফুল আনোয়ার মশু প্রমুখ।

মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় সরওয়ার আলমগীর বলেন, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামির রাষ্ট্রনায়ক তারেক রহমান আমার উপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন তার জন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। আমি এ বিশ্বাসের মর্যাদা আমি রাখব। ফটিকছড়ি আসনটি উনাদের উপহার দেব ইনশাআল্লাহ। আমি সকলের সহযোগিতা কামনা করছি।

 

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?