১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি)

স্বতন্ত্র হিসেবে লড়তে চান একমাত্র নারী প্রার্থী জিন্নাত আকতার

রাজনৈতিক প্রতিবেদক

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এডভোকেট জিন্নাত আকতার। তিনি এ আসনের একমাত্র নারী প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামছেন।

রোববার, ২৯ ডিসেম্বর সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে তিনি তাঁর মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর এডভোকেট জিন্নাত আকতার বলেন, নারী নেতৃত্ব ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। উন্নয়ন, সুশাসন ও স্বচ্ছ রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোটারদের সমর্থন কামনা করেন।

উল্লেখ্য, চট্টগ্রাম-২ আসনে এবার বিএনপি-জামায়াতসহ একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও জিন্নাত আকতারই একমাত্র নারী প্রার্থী হিসেবে স্বতন্ত্রভাবে লড়ছেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?