ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই পীর) প্রার্থী মাওলানা জুলফিকার আলী ও নেজামে ইসলাম পার্টির শেখ শাহজাহান মনোনয়নপত্র উত্তোলন করলেও নির্ধারিত সময়ের মধ্যে তা জমা দিতে পারেননি।
গত ২২ ও ২৬ ডিসেম্বর ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন এ দুই প্রার্থী। তবে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকায় সময়মতো তা জমা দেওয়া সম্ভব হয়নি ভূজপুরের এ দুই প্রার্থী।
বিষয়টি নিশ্চিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফটিকছড়ি উপজেলা সভাপতি মাওলানা শওকত আজমী বলেন, “আমরা বিকেল ৫টার আগেই জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছালেও কাগজপত্রের সামান্য ত্রুটি সংশোধন করতে গিয়ে সময় পেরিয়ে যায়। ফলে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে পারিনি। এখন আমরা অপেক্ষায় আছি—জেলা প্রশাসক যদি এটি গ্রহণ করেন। অন্যথায় আমরা আপিল করব।”
এদিকে একইভাবে মনোনয়ন পত্র জমা দিতে পারেননি নেজামে ইসলাম পার্টির মনোনীত প্রার্থী শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন।
এ ঘটনায় ফটিকছড়ি আসনের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।



