১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়ি আসন

মনোনয়নপত্র সংগ্রহ ১৪ জনের, স্বতন্ত্রসহ ৯ প্রার্থীর জমা

ওবাইদুল আকবর রুবেল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বিএনপি, জামায়াতসহ ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সুপ্রীম পার্টির দু’জনসহ ৫টি রাজনৈতিক দল ও তিনজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তবে দলীয় ও স্বতন্ত্র ব্যানারে মোট ১৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও ২ জন প্রার্থী দলীয় সিদ্ধান্তে মনোনয়নপত্র জমা দেননি ও নির্ধারিত সময় ও কাগজে ত্রুটির কারণে জমা দিতে পারেননি ৩ জন।

২৯ ডিসেম্বর (সোমবার) সকাল থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে পৃথকভাবে এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সাঈদ মুহাম্মদ ইব্রাহীমের কাছে মনোনয়ন পত্র জমা দেন খেলাফত মজলিশের প্রার্থী আশরাফ বিন এয়াকুব।

সোমবার সকালে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সরওয়ার আলমগীর তাঁর নিকটস্থ নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসকের হাতে মনোনয়নপত্র জমা দেন। গত রোববার দুপুরে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ নুরুল আমীন।

দিনভর কারা মনোনয়নপত্র জমা দিলেন: 

দিনব্যাপী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন বাংলাদেশ সুপ্রিম পার্টি -বিএসপি’র চেয়ারম্যান ও দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা শাহ্সূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ও তাঁর দলের অন্যতম নেতা মুহাম্মদ ওসমান আলী। গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী রবিউল হাসান তানজিম, বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী এইচ এম আশরাফ বিন ইয়াকুব। স্বতন্ত্র হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন এডভোকেট জিন্নাত আক্তার, এডভোকেট আহমদ কবির করিম ও বিভিন্ন কারণে বিতর্কিত প্রার্থী গোলাম নওশের আলী। তবে দলীয় সিদ্ধান্তে বিএনপির দুই প্রার্থী সাবেক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ছালাহউদ্দিন ও উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণেল (অব:) আজিমউল্লাহ বাহার মনোনয়ন পত্র সংগ্রহ করলেও জমা দেননি। 

অন্যদিকে মনোনয়ন পত্র সংগ্রহ করেও নির্ধারিত সময়ের মধ্যে তা জমা দিতে পারেননি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জুলফিকার আলী ও নেজামে ইসলাম পার্টির শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী গিয়াস উদ্দিন।

নির্বাচনী উত্তাপ ছিল না উপজেলাজুড়ে: 

বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে জড়ো হয়ে মনোনয়নপত্র দাখিল করলেও এবারের নির্বাচনে সেই চেনা দৃশ্য চোখে পড়েনি। ফলে দিনভর উপজেলাজুড়ে নির্বাচনী উত্তাপ ও সাধারণ মানুষের আগ্রহ দেখা যায়নি। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে শুধুমাত্র খেলাফত মজলিস বাংলাদেশ ব্যতীত অধিকাংশ রাজনৈতিক দলের প্রার্থী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এতে নেতাকর্মীদের অংশগ্রহণও সীমিত হয়ে পড়ে।

তফসীল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ ২৯ ডিসেম্বর। যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। আপিল ৫ থেকে ৯ জানুয়ারি। নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি ও ভুজপুর নিয়ে গঠিত চট্টগ্রাম-২ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৪৫৩। এরমধ্যে পুরুষ ২ লাখ ২৯ হাজার ২৬২, নারী ২ লাখ ৫৯ হাজার ১৯০ এবং তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

 

 

 

 

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?