ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরিফের গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ ছদরুল উল্লাহ আল হাচানী মাইজভান্ডারী (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম সৈয়দ ছদরুল উল্লাহ মাইজভান্ডারী স্বাধীনতা পরবর্তী সময়ে রোসাংগীরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ফটিকছড়ি চেয়ারম্যান সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
গত রোববার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইন্তেকালে মাইজভান্ডার দরবার শরিফসহ ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আশেক, ভক্ত, মুরিদান ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি গাউছুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর নাতি এবং শাহজাদায়ে গাউছুল আজম হজরত শাহ সুফি সৈয়দ মাহবুবুল বশর আল হাচানী মাইজভান্ডারীর ছোট শাহজাদা ছিলেন।
সোমবার রাত ৯টায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মইনীয়া দরবার শরিফের সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রীম পার্টির চেয়ারম্যান হযরত সৈয়দ সাইফুদ্দীন মাইজভান্ডারী। জানাজায় ফটিকছড়ির সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সরোয়ার আলমগীর, রোসাংগীরি ইউপি চেয়ারম্যান সোয়েব আল সালেহীনসহ ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী, গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীল সৈয়দ মুজিবুর বশর মাইজভান্ডারী, গাউসিয়া মঈনীয়া মঞ্জিলের সাজ্জাদানশীল ও বাংলাদেশ সুপ্রীম পার্টির চেয়ারম্যান হযরত সৈয়দ সাইফুদ্দীন মাইজভান্ডারী, গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীল সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভান্ডারী, ফটিকছড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর ও রোসাংগীরি ইউপি চেয়ারম্যান সোয়েব আল সালেহীনসহ ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।



