১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঋণের দায় ও ক্ষমা চেয়ে মায়ের পক্ষে তারেক রহমানের আহ্বান

রাজনৈতিক প্রতিবেদক

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমা খালেদা জিয়ার জানাজার আগে দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তাঁর জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি মায়ের পক্ষ থেকে কারো কাছে কোনো ঋণ থাকলে তা পরিশোধের দায় গ্রহণ করেন এবং জীবদ্দশায় তাঁর আচরণ বা কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ৩টায় অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল মালেক। বক্তব্য শেষে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার মরদেহ শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ভোর ৬টায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?