১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এঁর দ্বি-শততম জন্মবার্ষিকী

এসজেডএইচএম ট্রাস্টের স্মারক লোগো উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এঁর দ্বি-শততম জন্মবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেছে গাউসিয়া হক মনজিল প্রতিষ্ঠিত শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট। এ উপলক্ষে একটি স্মারক লোগো উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে লোগো উন্মোচন করেন ট্রাস্টের উপদেষ্টা ড. মোহাম্মদ জসীমউদ্দিন ও সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। 

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১৫ জানুয়ারি ২০২৬ গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর দ্বি-শততম জন্মবার্ষিকী উদযাপিত হবে।

এই উপলক্ষে ট্রাস্টের উদ্যোগে আন্তর্জাতিক সুফি সম্মেলন, বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড, গবেষণাধর্মী প্রকাশনা, শিশু-কিশোর সমাবেশ, আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন, শিক্ষক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও মাহফিল আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। দ্বিশততম জন্মবার্ষিকী উপলক্ষে উন্মোচিত লোগোটি আগামী এক বছর ট্রাস্টের সব কর্মসূচি ও ব্যানারে ব্যবহৃত হবে।

 

 

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?