বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক), ফটিকছড়ির উদ্যোগে বার্ষিক গীতা শিক্ষা পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার তিনটি কেন্দ্রে একযোগে ও অভিন্ন সিলেবাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২০১৪ সাল থেকে নিয়মিতভাবে আয়োজিত এ পরীক্ষায় এবার প্রায় ১ হাজার ৬০০ শিক্ষার্থী অংশ নেয়। বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে পরীক্ষার পরিবেশ ছিল উৎসবমুখর। সংশ্লিষ্টরা জানান, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার বিকাশে গীতা শিক্ষা পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন বাগীশিক পৌরসভা শাখার সভাপতি ও হল সুপার সঞ্জয় কুমার নাথ। এ সময় উপস্থিত ছিলেন জুয়েল চক্রবর্তী, লিংকন চক্রবর্তী, রতন কান্তি চৌধুরী, অ্যাডভোকেট জনী কান্তি দে, অ্যাডভোকেট মিহির দে, প্রভাত বণিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ পরীক্ষার সুশৃঙ্খল পরিবেশে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে ফটিকছড়িসহ আশপাশের এলাকায় গীতা শিক্ষার কার্যক্রম আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।



