১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পাইন্দংয়ে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

পাইন্দং ইউনিয়নের ৪,৫, ও ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার রাতে হাইদচকিয়া উচ্চ বিদ্যালয় হলরুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন। 

বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের আপোষহীন নেত্রী। দেশের মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর এই আত্মত্যাগ জাতি সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি কেবল একটি দলের নেত্রী ছিলেন না, বরং তিনি ছিলেন এদেশের কোটি মানুষের আস্থার প্রতীক।”

মুক্তিযোদ্ধা বজল আহমদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক নাজিমুল হক লিটন,নুরুল আলম, ইউনিয়ন কৃষক দলের সেক্রেটারি শাহীন উদ্দিন, নজরুল ইসলাম, রফিকুল আলম,ডা. সুমন উদ্দীন, আলাউদ্দীন, হিরু বড়ুয়া,শামসুল আলম প্রমুখ।

সরি, কপি করা যাচ্ছে না

Scroll to Top

কি খুজছেন ?