ফুল প্রেমীদের বাধভাঙ্গা ঢল, ফুলের সুবাস নিতে ছুটে এসেছে বিভিন্ন এলাকা থেকে হাজারো তরুণ তরুণী, বাদ যায়নি বৃদ্ধরাও। আকর্ষণীয় ও বর্ণিল সাজে নতুন রূপে সেজেছে ডিসি পার্ক।
চট্টগ্রামের সীতাকুণ্ড সলিমপুর গ্রামের সাগরপাড়ে ১৯৪ একর জমির উপর গড়ে উঠা ডিসি পার্ক। নতনরূপে এবার সেজেছে মনোমুগ্ধকর আয়োজনের মধ্যদিয়ে। প্রতি বছরের ন্যায় এবারও ডিসি পার্কে চতুর্থবারের মতো দেশের বৃহত্তম ফুল উৎসব-২৬ এর আয়োজন করা হয়। মাসব্যাপী আয়োজনে রয়েছে দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ। এবার ডিসি পার্কে নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি, ফ্লাওয়ার টি।
ফুলের সৌন্দর্যে মুগ্ধ হওয়ার পাশাপাশি এই উৎসবে দর্শনার্থীরা প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার ব্যবস্থা রয়েছে।
অন্যান্য আকর্ষণগুলোর মধ্যে রয়েছে মাসব্যাপী গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, লেজার লাইট শো, ভিআর গেইম, মুভি শো, ভায়োলিন শো, পুতুল নাচ, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল। এছাড়াও এই উৎসবে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২৬ এর প্রচারণার একটি বিশেষ স্টল রয়েছে।
শুক্রবার ( ৯ জানুয়ারি) থেকে শুরু হয়েছে মাসব্যাপী এ ফুল উৎসব। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহসানুল হক,এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, সিএমপির পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, মো. নাজির আহমেদ খাঁন, চট্টগ্রামের পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়া। উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম মাঈন উদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান, সৈয়দ মাহবুবুল হক, মো. শরীফ উদ্দিন, পাঠান মো. সাইদুজ্জামান, সাখাওয়াত জামিল সৈকত, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন।
প্রধান অতিথি সচিব এহসানুল হক বলেন,আমাদের অবসরে সময় কাটানো ভাল মনোমুগ্ধকর স্থান খুবই কম, সবস্হানেই যান্ত্রিক কোলাহল। তাছাড়া বিনোদনে প্রায় বাণিজ্যিক ভাবে পরিচালিত। এই ডিসি পার্ক ফুল প্রেমীদের যেমন দিবে আনন্দ, পাশাপাশি পরিবার নিয়ে সারাদিন নিরিবিলি ফুল দেখা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে সময় কাটানোর রয়েছে বিশেষ সুযোগ। এখানে নিরাপদে, নির্ভয়ে, যান্ত্রিক কোলাহলমুক্ত বিনোদন সত্যিই দারুণ।



